Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Regarding the distribution of additional tablets required among the purchased tablets of the Census and Household Census 2021 project under implementation by the Bangladesh Bureau of Statistics.
Details

দেশের ৬ষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর তথ্যসংগ্রহ কার্যক্রম গত ১৫-২১ জুন, ২০২২ সময়ে ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে পরিচালনা করা হয়েছে। জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ক্রয়কৃত ট্যাবলেটসমূহের মধ্যে বিবিএস কর্তৃক ভবিষ‌্যতে বিভিন্ন শুমারি ও জরিপ কার্যক্রমে ব‌্যবহারের নিমিত্ত প্রয়োজনীয় সংখ‌্যক ট‌্যাবলেট সংরক্ষণপূর্বক অতিরিক্ত ট্যাবলেটসমূহ দেশের মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সরকারি মাদ্রাসাসমূহের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ গাইডলাইন অনুযায়ী জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হবে।

 

এমতাবস্থায়, ট‌্যাব বিতরণের সুবিধার্থে সংযুক্ত ট‌্যাবলেট বিতরণ গাইডলাইন মোতাবেক জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকল মাধ‌্যমিক বিদ‌্যালয় ও সমমানের সরকারি মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণিতে অধ‌্যয়নরত প্রথম ৩ (তিন) জন মেধাবী শিক্ষার্থীদের নামের তালিকা ICMS সফটওয়‌্যারে এন্ট্রি করতে হবে।

 

বর্ণিতাবস্থায়, জরুরি ভিত্তিতে উপজেলাভিত্তিক তালিকাসমূহ আগামী ১৫ মার্চ ২০২৩ তারিখের মধ‌্যে ICMS (census2021icms.gov.bd/icms2) এ সংযুক্ত নির্ধারিত ফরমে এন্ট্রি করার পাশাপাশি আগামী ২৫ মার্চ ২০২৩ তারিখের মধ্যে ট্যাবলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করার জন‌্য নির্দেশনা রয়েছে।

Publish Date
02/03/2023
Archieve Date
30/06/2024